
আজ ৭ এপ্রিল রোজ মঙ্গলবার। বাংলাদেশ একদিনে সর্বউচ্চ ৫ জন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মৃত্যু হয়েছে ১৭ জন। এবং নতুন করে ভাইরাসে শনাক্ত হয়েছে ৪১ জন । এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছে ১৬৪ জন। আই ই ডি সি আর পরিচালক জানান, নতুন ৪১ জনের মধ্যে পরুষ ২৮ জন এবং নারী হল ১৩ জন। আক্রান্তদের বেশির ভাগ ঢাকার বাশিন্দা। নতুন শনাক্তদের মধ্যে ২০ জন ঢাকার ও ১৫ জন নারায়নগন্জ এবং ৬ জন অন্য এলাকার।
দ্রুত গতিতে বাড়ছে করোনা সংক্রমনের হার
৪ এপ্রিল আক্রান্ত সংখ্যা ৯ জন
৫ এপ্রিল আক্রান্ত সংখ্যা ১৮ জন
৬ এপ্রিল আক্রান্ত সংখ্যা ৩৫ জন
৭ এপ্রিল আক্রান্ত সংখ্যা ৪১ জন
আল্লাহ আমাদের এ মহামারি থেকে রহ্মা করুন।
Amin
ReplyDelete