রমজানের ডাক ও সেহরি ইফতারের সময়সসুচী - Alorporosh

Latest

ইসলামিক সাইট

Wednesday, April 22, 2020

রমজানের ডাক ও সেহরি ইফতারের সময়সসুচী

মুসলমান হলে রমজান সম্পর্কে জানতে হবে
দীর্ঘ এক বছর পর পবিত্র মাহে রমজান আমাদের সন্নিকটে। নফল ইবাদতে ফরজতুল্য এবং ফরজ কর্মে সত্তর গুন সওয়াব এ মাসের উপহার। সিয়াম, কিয়াম,পবিত্র কুরআন তিলাওয়াত ও দান সদকার এটি এক জান্নাতি মওসুম।তবে এবারের রমজান মাসটি  বিশ্ববাসীর কাছে একটু ব্যতিক্রম, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী করোনা ভাইরাস এর সংক্রমন থেকে বাচতে বেশিভাগ জায়গাই চলছে লকডাউন।আর তাই মুসলমানরা বাসায় অবস্থান করে ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে এবারের রমজানের রোজা পালন করবেন।

২৪ এপ্রিল শুক্রবার রমজান মাসের চাদ দেখা গেলে ২০২০ সালের রমজানের প্রথম রোজা হবে ২৫ এপ্রিল। যেহেতু রমজানের রোজা চাদ দেখার ওপর নির্ভশীল।শাবান মাসের ২৯ তারিখ (২৪ এপ্রিল) যদি চাদ দেখা যায় তবে ২৪ এপ্রিল  তারাবিহ পড়ে ভোর রাতে সেহরি খেতে হবে। ২৫ এপ্রিল হবে রমজানের প্রথম রোজা। আর শাবান মাস ৩০ দিনে হয়  তবে প্রথম রোজা হবে ২৬ এপ্রিল।  

ইফতারের দোয়া-

 বাংলা উচ্চারন - আল্লাহুম্মা লাকা সুমতু অআলা রিজক্ ইফতার

 

 মাহে রমজানের মর্যাদা

মাহে রমজান কুরআন নাজিলের মাস। আল্লাহ তায়ালা বলেন, রমজান মাস হলো সেই মাস, যাতে নাজিল করা হয়েছে আল কুরআন।

এটি ইসলামের বিজয়ের মাসও বটে। ২য় হিজরির সতেরো রমজান বদর প্রান্তরে সত্যের জয়লাভ এবং ৮ম হিজরির মাহে রমজান ঐতিহাসিক মক্কা বিজয় সংঘটিত হয়।এ মাসের আগমনের সাথে সাথে জান্নাতের দ্বারসমুহ উন্মুক্ত হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্দ হয়ে যায়। শয়তান হয় শিকলবন্দ। এতে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ রজনী লাইলাতুল কদর নহিত।

তারাবীহ ও ইতিকাফ:-

এ মাসে প্রতি রজনীতে তারাবীহ আদায় করতে। বিনিময়ে রয়েছে অতীত গুনাহ থেকে মুক্তিলাভ। রাসুলের (সা) সুন্নত অনুযায়ী এ মাসের শেষ দশ দিন যাদের পহ্মে সম্ভব ইতিকাফে কাটানো উচিত। এতে লাইলাতুল কদর প্রাপ্তিসহ সীমাহীন নিয়ামত অর্জন করা সম্ভব।

যাকাত ও দান সাদকা:-

যেহেতু এ মাসে একটি ফরজ ইবাদত অন্য মাসের সত্তরটি ফরজতুল্য, তাই এ মাসে বিত্তশালীগন যাকাত আদায়ে তৎপর হতে পারেন।আর এ সওয়াবের অংশিদার হতে পারেন।


ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জেলার সেহরি ও ইফতারের সময়সুচী:-

 রহমতের ১০ দিন

রমজানতারিখদিবস
সেহরীর
শেষ সময়
ইফতারের
সময়
*২৫ এপ্রিলশনিবার৪:০৫৬:২৮
২৬ এপ্রিলরবিবার৪:০৪৬:২৯
২৭ এপ্রিলসোমবার৪:০৩৬:২৯
২৮ এপ্রিলমঙ্গলবার৪:০২৬:২৯
২৯ এপ্রিলবুধবার৪:০১৬:৩০
৩০ এপ্রিলবৃহস্পতিবার৪:০০৬:৩০
১ মেশুক্রবার৩:৫৯৬:৩১
২ মেশনিবার৩:৫৮৬:৩১
৩ মেরবিবার৩:৫৭৬:৩২
১০৪ মেসোমবার৩:৫৫৬:৩২

মাগফেরাতের ১০ দিন

রমজানতারিখদিবস
সেহরীর
শেষ সময়
ইফতারের
সময়
১১৫ মেমঙ্গলবার৩:৫৪৬:৩৩
১২৬ মেবুধবার৩:৫৩৬:৩৩
১৩৭ মেবৃহস্পতিবার৩:৫২৬:৩৪
১৪৮ মেশুক্রবার৩:৫১৬:৩৪
১৫৯ মেশনিবার৩:৫০৬:৩৫
১৬১০ মেরবিবার৩:৫০৬:৩৫
১৭১১ মেসোমবার৩:৪৯৬:৩৬
১৮১২ মেমঙ্গলবার৩:৪৯৬:৩৬
১৯১৩ মেবুধবার৩:৪৮৬:৩৬
২০১৪ মেবৃহস্পতিবার৩:৪৮৬:৩৭

নাজাতের ১০ দিন

রমজানতারিখদিবস
সেহরীর
শেষ সময়
ইফতারের
সময়
২১১৫ মেশুক্রবার৩:৪৭৬:৩৭
২২১৬ মেশনিবার৩:৪৭৬:৩৮
২৩১৭ মেরবিবার৩:৪৬৬:৩৮
২৪১৮ মেসোমবার৩:৪৬৬:৩৯
২৫১৯ মেমঙ্গলবার৩:৪৫৬:৩৯
২৬২০ মেবুধবার৩:৪৪৬:৪০
২৭২১ মেবৃহস্পতিবার৩:৪৪৬:৪০
২৮২২ মেশুক্রবার৩:৪৩৬:৪১
২৯২৩ মেশনিবার৩:৪৩৬:৪২
৩০*২৪ মেরবিবার৫:৩১৬:৪২
* চাঁদ দেখার উপর নির্ভরশীল
ঢাকার সময়ের থেকে বাড়াতে হবে:
জেলার নামসেহরিইফতার
গাজীপুর, শরীয়তপুর, মাদারীপুর, পিরোজপুর, বরিশাল, ঝালকাঠী, বরগুনা১ মিনিট১ মিনিট
ময়মনসিংহ, টাঙ্গাইল, বাগেরহাট, জামালপুর, শেরপুর, মানিকগঞ্জ২ মিনিট২ মিনিট
ফরিদপুর, গোপালগঞ্জ, সিরাজগঞ্জ, নড়াইল, খুলনা৩ মিনিট৩ মিনিট
মাগুড়া, রাজবাড়ী, পাবনা৪ মিনিট৪ মিনিট
সাতক্ষীরা, কুষ্টিয়া, যশোর, রংপুর, ঝিনাইদহ৬ মিনিট৬ মিনিট
নিলফামারী চুয়াডাঙ্গা, কুড়িগ্রাম, গাইবান্ধা৬ মিনিট৬ মিনিট
রাজশাহী, বগুড়া, মেহেরপুর, লালমনির হাট৭ মিনিট৭ মিনিট
চাপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর৮ মিনিট৮ মিনিট
দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়৬ মিনিট১১ মিনিট
ঢাকার সময়ের থেকে কমাতে হবে:
জেলার নামসেহরিইফতার
নরসিংদী, নারায়নগঞ্জ, মুনশীগঞ্জ, চাঁদপুর১ মিনিট১ মিনিট
কিশোরগঞ্জ, পটুয়াখালী, ভোলা, লক্ষ্মীপুর২ মিনিট২ মিনিট
নেত্রকোনা, কমিল্লা, বি-বাড়িয়া৩ মিনিট৩ মিনিট
নোয়াখালী, ফেনী, সুনামগঞ্জ, হবিগঞ্জ৪ মিনিট৪ মিনিট
চট্টগ্রাম৫ মিনিট৫ মিনিট
কক্সবাজার, সিলেট, মৌলভী বাজার৬ মিনিট৬ মিনিট
খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান৭ মিনিট ৭ মিনিট

রোজা ভঙ্গের কারন সমুুহ :-
*ইচ্ছাকৃত পানাহার করলে।
*স্ত্রী সহবাস করলে।
*ইচ্ছাকৃত মুখ ভরে বমি করলে।
*কুলি করার সময় হলকের নিচে পানি চলে গেলে।
*নাকে কানে ওষধ বা তৈল প্রবেশ করালে।
*জবরদস্তি করে কেহ রোজা ভাঙ্গালে।
*ইনজেকশন এর মাধ্যমে শরীলে ওষধ পৌছালে।
* সর্য অস্ত গেছে বলে মনে করে ইফতার করলে কিন্তু সর্য অস্ত যাই নাই।
*রাত আছে মনে করে সর্য উঠার পর সেহরি করা।
* ধুম পান করা। ইত্যাদি।
আল্লাহ তায়ালা আমাদের সকলকে এই মহামারীতে রমজানের রোজা রাখার তৌফিক দান করুক।



3 comments: