রমজান মাসে যে ব্যক্তি রোজা রাখতে পারবে না - Alorporosh

Latest

ইসলামিক সাইট

Sunday, May 10, 2020

রমজান মাসে যে ব্যক্তি রোজা রাখতে পারবে না

এ রমজান মাসে যে ব্যক্তির উপর সিয়াম পালন করা ফরজ নয়
।যে ব্যক্তি রমজান মাসে তার গুনাহ মাফ করাতে পারল না তার মত হতবাগা আর কেউ নেই।আল্লাহ তায়ালা বলেন,রোজা হল এক মাত্র আমার জন্য এর  প্রতিদান আমি নিজে দিবো। বান্দা এর পতিদান আল্লাহর কাছ থেকে সরাসরি বিনা হিসাবে লাভ করবে। রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিসকিয় আম্ভরের চেয়েও প্রিয়। রোজা জাহান্নাম হতে বাঁচায় এবং জান্নাতের দরজা খুলে দেয়। সকল প্রকার খারাপ কাজ হতে রোজা আমাদেরকে রক্ষা করে। আর এই রোজা কেয়ামতের দিন সুপারিশকারী হিসাবে হাজির হবে। রোজার মাধ্যমেগুনাহ মাফ হয়  ও গুনাহের কাফফারা ও হয়ে যায়

যাদের উপর রোজা পালন করা ফরজ নয়ঃ-

#কাফের বা অমুসলিম.
# অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ে.
# পাগল.
#অশীতিপর বৃদ্ধ যে ভাল-মন্দের পার্থক্য করতে পারে না.

# যে ব্যক্তি সিয়াম পালনের সামর্থ্য রাখে না.

#মুসাফির.
#যে রোগী সুস্থ হওয়ার আশা রাখে না.
#ঋতু-স্রাবগ্রস্ত নারী.
#গর্ভবতী ও দুগ্ধ দান কারী নারী বা মা.
# যে অন্যকে বাঁচাতে যেয়ে সিয়াম ভেঙে ফেলতে বাধ্য হয়।

যাদের উপর রোজা পালন করা ফরজ হয়েছেঃ-

উপরের আলোকিত ব্যাক্তিবর্গ ছাড়া প্রায় সকল মুসলিম নর-নারীর জন্য রোযা বা সিয়াম ফরজ পালন  করা হয়েছে। আল্লাহ আমাদেরকে এ রোজা থেকে উত্তম ও সর্বোচ্চ শিক্ষা নেয়ার তৈফিক দান করুন। আমীন।

2 comments: